চট্টগ্রাম শুক্রবার, ১৭ জানুয়ারি, ২০২৫

‘মুক্তিযুদ্ধের বিজয় আমাদের অহংকার’ শীর্ষক বোধনের আবৃত্তি অনুষ্ঠান

নিজস্ব প্রতিবেদক

১৫ ডিসেম্বর, ২০২৪ | ১১:৫১ অপরাহ্ণ

বাঙালি জাতির লাখো শ্রেষ্ঠ সন্তান শহীদদের বিনিময়ে ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর রক্তসরোবর পেরিয়ে স্বাধীনতার স্বর্ণকমল প্রাপ্তির মাহেন্দ্রক্ষণে গোটা বাঙালি জাতি এক অভূতপূর্ব আবেগের সাক্ষী হয়েছিল।

 

আর বিজয়ের সেই মুহূর্তকে স্মরণ করতে বাংলাদেশের ৫৩ বছরপূর্তিতে রবিবার (১৫ ডিসেম্বর) সন্ধ্যায় চট্টগ্রাম নগরীর জামালখান মোড়ে ‘মুক্তিযুদ্ধের বিজয় আমাদের অহংকার’ শীর্ষক কথা-কবিতা ও প্রদীপ প্রজ্জ্বলন অনুষ্ঠানের আয়োজন করে বোধন আবৃত্তি পরিষদ, চট্টগ্রাম।

 

অনুষ্ঠানের শুরুতেই বাংলাদেশের ৫৩ বছরপূর্তির মুহূর্ত মোমবাতি আর ফুলের পাপড়ি দিয়ে ফুটে উঠে গৌরবের ‘৫৩’ অঙ্কনের মধ্য দিয়ে। এ সময় সমবেত কণ্ঠে ‘আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে, এ জীবন পূর্ণ করো’ এ গানটিতে কণ্ঠ মেলান উপস্থিত সকলে।

 

এরপর আবৃত্তিশিল্পী বিপ্লব কুমার শীলের সঞ্চালনায় শুরু হয় আবৃত্তি পর্ব। এতে অংশ নেন আবৃত্তিশিল্পী সঞ্জয় পাল, পলি ঘোষ, সাজেদুল আনোয়ার, জসিম উদ্দিন, শর্মিলা বড়ুয়া, প্রবাল তালুকদার, ত্রয়ী দে, সায়েম উদ্দীন, বিশাখা বড়ুয়া, সাজ্জাদ চৌধুরী, শোয়েবুল হক, হাসিবুল ইসলাম শাকিল, জলিল উল্লাহ, একান্ত পাল, শ্রেয়সী বিশ্বাস, প্রকৃতি দাশ প্রমুখ।

 

এ সময় কবিতায় মুক্তিযুদ্ধের ঐতিহাসিক প্রেক্ষাপট ও বীরত্বগাথা উঠে এসেছে।

 

কথামালা পর্বে বক্তব্য রাখেন বোধন আবৃত্তি পরিষদ চট্টগ্রামের সাধারণ সম্পাদক এস এম আব্দুল আজিজ ও সহ-সভাপতি সুবর্ণা চৌধুরী।

 

এরপর প্রতুল মুখোপাধ্যায়ের ‘আমি বাংলার গান গাই’ সমবেত কণ্ঠে ছড়িয়ে পড়ে বাংলার অপরূপ সৌন্দর্যের বার্তা। সবশেষে জাতীয় সংগীত পরিবেশনার মধ্য দিয়ে বোধন আবৃত্তি পরিষদ চট্টগ্রাম ‘বিজয় মুহূর্ত’ উদযাপন অনুষ্ঠান সম্পন্ন হয়।

 

পূর্বকোণ/জেইউ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট