সমাজের সর্বস্তরে কোরআন ও সুন্নাহর আদর্শ বাস্তবায়নের মাধ্যমেই শীতার্ত অসহায় ও দুস্থ মানুষের অধিকার আদায় সম্ভব বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম মহানগরী জামায়াতের এসিস্ট্যান্ট সেক্রেটারি মোহাম্মদ উল্লাহ।
আজ রবিবার (১৫ ডিসেম্বর) নগরীর গোলপাহাড় এলাকায় সংগঠনের চকবাজার থানা কার্যালয়ে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণকালে এই মন্তব্য করেন তিনি।
চকবাজার থানা জামায়াতের আমীর আহমদ খালেদুল আনোয়ারের সভাপতিত্বে অনুষ্ঠানের সঞ্চালনা করেন সেক্রেটারি সাদুর রশিদ চৌধুরী। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন চকবাজার থানা জামায়াতের নায়েবে আমীর আব্দুল হান্নান, শিল্পপতি আজিজুল হক, সমাজসেবক তাউসিফ সুলতান রাফি, শিবির নেতা মোহাম্মদ মাহমুদ, মিনহাজ উদ্দিন প্রমুখ।
এ সময় নগর জামায়াতের এসিস্ট্যান্ট সেক্রেটারি মোহাম্মদ উল্লাহ বলেন, সাধারণ নিম্ন আয়ের মানুষের মাঝে আমরা সম্ভাব্য শীত মোকাবেলায় অগ্রিম প্রস্তুতির অংশ হিসাবে শীতবস্ত্র বিতরণ করছি। ভালো কাজের সকল কৃতিত্ব নিতে চাই না বরং আমরা অন্যদের পথ দেখানোর চেষ্টা করছি মাত্র। আমরা আশা করবো সকলেই এই মহতী কাজে এগিয়ে আসবেন এবং বিপন্ন ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়াবেন। আমরা এমন এক সমাজ প্রতিষ্ঠার প্রত্যয়ে কাজ করে যাচ্ছি যে সমাজে সকল নাগরিকের অধিকারের নিশ্চয়তা থাকবে। সে লক্ষ্যে না পোঁছা পর্যন্ত আমাদের কাজ অব্যাহত থাকবে।
তিনি বলেন, রাসূল (সা.) বলেছেন, যারা মানুষের কল্যাণে কাজ করে তারাই উত্তম। জামায়াতে ইসলামী একটি গণমুখী ও কল্যাণকামী রাজনৈতিক দল হিসাবে গণমানুষের কল্যাণে কাজ করার সাধ্যমত চেষ্টা করে যাচ্ছে। মানুষের জন্য আমাদের এই কল্যাণকামীতা আগামী দিনেও অব্যাহত থাকবে, ইনশাআল্লাহ।
পূর্বকোণ/জেইউ/পারভেজ