চট্টগ্রাম শুক্রবার, ১৩ ডিসেম্বর, ২০২৪

সর্বশেষ:

চট্টগ্রামে সাড়ে ৫ কোটি টাকার খাস জমি উদ্ধার

নিজস্ব প্রতিবেদক

১০ নভেম্বর, ২০২৪ | ৪:৩৬ অপরাহ্ণ

চট্টগ্রাম নগরীর একে খান মোড়ে সাড়ে পাঁচ কোটি টাকার খাসজমি উদ্ধার করেছে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।

 

র‌বিবার (১০ নভেম্বর) উত্তর পাহাড়তলী মৌজার ৫.৫০ শতক সরকারি খাসজমি থেকে অবৈধ দখলদারদের উচ্ছেদ করা হয়।

 

অভিযানে নেতৃত্ব দেন কাট্টলী সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আরাফাত সিদ্দিকী।

 

তিনি জানান, গত শুক্রবার গভীর রাতে দুষ্কৃতিকারীরা মূল্যবান এই সম্পত্তিটি রাতের আঁধারে টিন দিয়ে ঘিরে তাদের দখলে নিয়ে নেয়। সেখানে অবৈধভাবে কয়েকটি ফলের ও চায়ের দোকান স্থাপন করে ভাড়াও দিয়ে দেয়। আজ সকালে অভিযান চালিয়ে অবৈধভাবে দখলকৃত সকল স্থাপনা অপসারণপূর্বক বিএস ১ নং খতিয়ানভূক্ত সাড়ে পাঁচ শতক জমিতে সাইনবোর্ড স্থাপন করে সরকারের দখল নিয়ন্ত্রণে আনা হয়।

পূর্বকোণ/পিআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট