চট্টগ্রাম মঙ্গলবার, ০৩ ডিসেম্বর, ২০২৪

সর্বশেষ:

বাকলিয়ায় ইয়াবা ও লক্ষাধিক টাকাসহ একজন গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

১০ নভেম্বর, ২০২৪ | ৩:৪৯ অপরাহ্ণ

চট্টগ্রাম নগরীর বাকলিয়ায় ২ হাজার ৯৮৫ পিস ইয়াবাসহ মো. জামাল উদ্দিন (৪৮) নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় তার কাছ থেকে মাদক বিক্রির ১ লাখ ২৫ হাজার টাকা ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়।

 

শুক্রবার (৮ নভেম্বর) রাত সাড়ে ১১টায় জানে আলম দোভাষ সড়কস্থ বাকলিয়া অ্যাক্সেস রোডের মুখ থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

 

বিষয়টি নিশ্চিত করেছেন বাকলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) (নি.) মো. মনজুরুল আলম ভূঁইয়া। তিনি জানান, গত শুক্রবার রাতে মাদকবিরোধী অভিযান পরিচালনার সময় ২ হাজার ৯৮৫ পিস ইয়াবাসহ মো. জামাল উদ্দিন নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। এসময় তার কাছ থেকে মাদক বিক্রির ১ লাখ ২৫ হাজার টাকা ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়। তার বিরুদ্ধে বাকলিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।

পূর্বকোণ/পিআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট