চট্টগ্রাম বুধবার, ০৪ ডিসেম্বর, ২০২৪

সর্বশেষ:

এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রথম দুর্ঘটনা: বাইক থেকে ছিটকে প্রাণ গেল দু’জনের

নিজস্ব প্রতিবেদক

৯ নভেম্বর, ২০২৪ | ৬:৩৭ পূর্বাহ্ণ

নগরীর ইপিজেড থানা এলাকায় এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিয়ন্ত্রণ হারিয়ে দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। যান চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়ার পর এলিভেটেড এক্সপ্রেসওয়েতে কোনো দুর্ঘটনায় এটিই প্রথম প্রাণহানির ঘটনা। গতকাল শুক্রবার মধ্যরাতে এলিভেটেড এক্সপ্রেসওয়ের ফ্রী পোর্ট এলাকায় এই ঘটনা ঘটে। দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন ইপিজেড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আখতারউজ্জামান।

নিহত দুজন হলেন নগরীর সদরঘাট এলাকার মুক্তার (২৮) এবং রুবেল (৩৬)।
ওসি আখতারউজ্জামান বলেন, তারা এলিভেটেড এক্সপ্রেসওয়ে দিয়ে পতেঙ্গা প্রান্ত থেকে মোটরসাইকেল যোগে আগ্রাবাদের দিকে যাচ্ছিলেন। ধারণা করা হচ্ছে ফ্রী পোর্টের ওপরে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক বাতিতে ধাক্কা দেয়। এতে দুজন ছিটকে পড়ে ঘটনাস্থলেই নিহত হন।
নিহত দুজনের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হচ্ছে বলে জানান তিনি।
ঘটনার প্রত্যক্ষদর্শী মো. রাসেল জানান, আমরাও আসছিলাম তখন। কয়েকটা বাইক নিজেদের মধ্যে প্রতিযোগিতা করছিলো। আমাদের সামনেই হঠাৎ দুর্ঘটনাটি ঘটে। দুজনই ঘটনাস্থলে মারা যায়।

পূর্বকোণ/এএইচ 

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট