চট্টগ্রাম বুধবার, ০৪ ডিসেম্বর, ২০২৪

সর্বশেষ:

শিবিরের সীরাত অলিম্পিয়াড’২৪ অনুষ্ঠিত

বিজ্ঞপ্তি

৮ নভেম্বর, ২০২৪ | ৭:২৮ অপরাহ্ণ

ছাত্রশিবির চট্টগ্রাম মহানগর উত্তর শাখার উদ্যোগে চট্টগ্রামের সাধারণ শিক্ষার্থীদের নিয়ে সীরাত অলিম্পিয়াড’২৪ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৮ নভেম্বর) চট্টগ্রাম নগরীর ৩টি কেন্দ্রে প্রায় পাঁচ হাজার শিক্ষার্থী নিয়ে একযোগে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

বিভিন্ন কেন্দ্র পরিদর্শনে আসেন বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগরীর আমীর আলহাজ শাহজাহান চৌধুরী। এ সময়  শিক্ষার্থীদের জীবন রাসুলুল্লাহর সীরাতের সমন্বয়ে গড়ে তুলতে এই প্রতিযোগিতার ভূয়সী প্রশংসা করেন তিনি। ছাত্রশিবিরের এ সকল প্রতিযোগিতা আগামীতে আরো সুন্দর ও ব্যাপকভাবে আয়োজন করার আহবান করেন। এছাড়াও প্রতিযোগিতায়  অংশগ্রহণকারী ছাত্র-ছাত্রী, অভিভাবক এবং শিক্ষকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।

এ সময় আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির চট্টগ্রাম মহানগর উত্তর শাখার সভাপতি ফখরুল ইসলাম, মহানগর উত্তরের সাবেক সভাপতি আ ম ম মাশরুর হোসাইন, আমান উল্লাহ আমান, আ ন ম যুবায়ের, মহানগর সেক্রেটারি তানজীর হোসেন জুয়েল, অর্থ সম্পাদক মুমিনুল হক ও বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীলরা।

 

পূর্বকোণ/জেইউ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট