চট্টগ্রাম সোমবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৫

সর্বশেষ:

অস্বাস্থ্যকর পরিবেশ : রয়েল বাংলা সুইটসকে লাখ টাকা জরিমানা

অনলাইন ডেস্ক

২৪ জানুয়ারি, ২০২৪ | ৭:৪০ অপরাহ্ণ

রান্না করা ও কাঁচা খাবার একসঙ্গে ফ্রিজে সংরক্ষণ এবং অস্বাস্থ্যকর পরিবেশের কারণে নগরীর এনায়েত বাজার এলাকার রয়েল বাংলা সুইটসকে এক লাখ টাকা জরিমানা করেছে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ। বুধবার (২৪ জানুয়ারি) বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুস সোবহান এ অভিযানে নেতৃত্ব দেন।

 

বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্মকর্তা মোহাম্মদ বশির আহম্মেদ জানান, লেবেলবিহীন কেমিকেলের বোতল, রান্না করা ও কাঁচা খাবার একসঙ্গে ফ্রিজে সংরক্ষণ ও অস্বাস্থ্যকর পরিবেশের কারণে নিরাপদ খাদ্য আইনে রয়েল বাংলা সুইটসকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া চকবাজারের সাদিয়াস কিচেন ও মিষ্টি মুখকে নিরাপদ খাদ্য আইনে খাবারের মান, স্বাস্থ্যকর পরিবেশ নিশ্চিতে বিভিন্ন পরামর্শ দেওয়া হয়েছে।  জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।  
পূর্বকোণ/আরআর/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট