চট্টগ্রাম রবিবার, ০৯ ফেব্রুয়ারী, ২০২৫

সর্বশেষ:

চট্টগ্রামে প্রতারণার মামলায় ৫ বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

২১ জানুয়ারি, ২০২৪ | ৩:২৯ অপরাহ্ণ

চট্টগ্রাম নগরীর পাঁচলাইশ থানার মুরাদপুর এলাকা থেকে ৫ বছরের সাজাপ্রাপ্ত আসামি মো. ওবাইদুল আশ্রাফ মিলনকে (৪৯) গ্রেপ্তার করেছে পুলিশ। তার বিরুদ্ধে কোতোয়ালী থানায় প্রতারণার ৬টি মামলা রয়েছে।

গ্রেপ্তার মিলন কোতোয়ালী থানার খাতুনগঞ্জ এলাকার মেসার্স তানিয়া এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী ও মৃত মমতাজ আলীর ছেলে।

শনিবার (২০ জানুয়ারি) দুপুর দেড়টায় তাকে গ্রেপ্তার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. নূরুল আবছার। তিনি বলেন, কোতোয়ালী থানার ৬টি প্রতারণা মামলায় খাতুনগঞ্জ এলাকার মেসার্স তানিয়া এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী মো. ওবাইদুল আশ্রাফ মিলনকে ৫ বছরের সাজা দেন আদালত। এ মামলায় তিনি পলাতক ছিলেন। গতকাল শনিবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে মুরাদপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার আসামিকে কোতোয়ালী থানায় হস্তান্তর করা হয়েছে।

পূর্বকোণ/পিআর/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট