চট্টগ্রাম বুধবার, ১৬ অক্টোবর, ২০২৪

সর্বশেষ:

চট্টগ্রামে জুয়ার আসর থেকে ৫ জনকে গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

১৮ আগস্ট, ২০২৩ | ৬:৫০ অপরাহ্ণ

চট্টগ্রামের বন্দর থানাধীন ধুমপাড়া মোড়স্থ নুর নবী বিল্ডিংয়ের নিচতলার জুয়ার আসর থেকে ৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় একটি তাসের বান্ডেল ও নগদ ৪ হাজার ৬১০ টাকা জব্দ করা হয়।

 

বৃহস্পতিবার (১৭ আগস্ট) দিবাগত রাত দেড়টার দিকে তাদের গ্রেপ্তার করা হয়।

 

গ্রেপ্তারকৃতরা হল, কক্সবাজারের মহেশখালীর ৮ নম্বর ইউনিয়নের মৃত আব্দুল হাকিমের ছেলে সৈয়দ কবির (৩৮), বন্দর থানার দক্ষিণ মধ্যম হালিশহরের মাইজপাড়া মুন্সি মিয়াজীর বাড়ির মৃত এস এম ফোরকানের ছেলে এসএম মাসুদ (৪০), লোহারপুল মাইজপাড়া নিয়ামত আলী মুন্সির বাড়ির মৃত বজলুর রহমানের ছেলে মো. সালাহ উদ্দিন (৩৮), দক্ষিণ মধ্যম হালিশহরের মাইজপাড়া, বাচা মিয়ার বাড়ির মো. সফির ছেলে মো. বাদশা (৪০) ও একই এলাকার আজগর আলী মিস্ত্রির বাড়ির মৃত আবু জাফরের ছেলে মো. ইউসুফ (৪২)।

 

বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সঞ্জয় কুমার সিনহা বলেন, গোপন খবরের ভিত্তিতে রাতে অভিযান চালানো হয়। অভিযানে জুয়ার আসর থেকে ৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। উদ্ধার করা হয় জুয়া খেলার কার্ড ও টাকা। তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হয়েছে।

 

পূর্বকোণ/জেইউ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট