চট্টগ্রাম রবিবার, ০৬ অক্টোবর, ২০২৪

সর্বশেষ:

চট্টগ্রামে বাসের ধাক্কায় আহত যুবকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

১৬ আগস্ট, ২০২৩ | ৩:১১ অপরাহ্ণ

চট্টগ্রাম নগরীর বাকলিয়া থানাধীন এক্সেস রোডের মাথায় সড়ক দুর্ঘটনায় আহত ৪ জনের মধ্যে একজনের মৃত্যু হয়েছে। তার নাম জিহাদুল ইসলাম (২৮)। তিনি চন্দনাইশ উপজেলার কেশুয়া গ্রামের জাহেদুল ইসলামের ছেলে।

 

বুধবার (১৬ আগস্ট) চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে।

 

বিষয়টি নিশ্চিত করেছেন চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশেক।

 

এর আগে সকাল সাড়ে ৮টায় বাকলিয়া থানাধীন এক্সেস রোডের মাথায় একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা সিএনজিচালিত অটোরিকশা ও মোটরসাইকেলে ধাক্কা দিলে চারজন গুরুতর আহত হন। পরে স্থানীয়দের সহায়তায় আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে পাঠানো হয়।

 

বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহিম বলেন, এ ঘটনায় বাস জব্দ করা হলেও চালক পালিয়ে গেছে।

 

পূর্বকোণ/পিআর/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট