চট্টগ্রাম বুধবার, ১৬ অক্টোবর, ২০২৪

সর্বশেষ:

চট্টগ্রামে চোলাই মদসহ মাদক কারবারি গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

১১ আগস্ট, ২০২৩ | ৬:৪৫ অপরাহ্ণ

চট্টগ্রামে ৩৫ লিটার চোলাই মদসহ এক মাদক কারবারি গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার ( ১০ আগস্ট) বন্দর থানাধীন মাইজপাড়া হাসান ফকিরের বাড়ি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ইলিয়াস (৫০)বন্দর থানাধীন মাইজপাড়া হাসান ফকিরের বাড়ির মৃত ইউনুছ মিয়ার ছেলে।

বন্দর থানার উপ পরিদর্শক মো. ফয়সাল সরোয়ার জানান, গোপন সংবাদের ভিত্তিতে বন্দর থানাধীন মাইজপাড়া হাসান ফকিরের বাড়ীস্থ জানে আলমের বিল্ডিংয়ের দক্ষিণ পাশে পুকুর পাড় থেকে ইলিয়াসকে গ্রেপ্তার করা হয়।  এসময় তার সাথে থাকা প্লাষ্টিকের বস্তার ভিতর হতে ৩৫ লিটার চোলাই মদ, ২০ টি খালি বোতল ও অভিযুক্ত কর্তৃক মাদক বিক্রির কাজে ব্যবহৃত একটি  মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।

 

পূর্বকোণ/রাজীব/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট