চট্টগ্রাম বুধবার, ০৮ মে, ২০২৪

সর্বশেষ:

বহদ্দারহাটে বিএনপির পদযাত্রা থেকে ‘পুলিশের ওপর হামলার’ অভিযোগ

নিজস্ব প্রতিবেদক

২৮ মে, ২০২৩ | ৯:২৬ অপরাহ্ণ

নগরীর বহদ্দারহাটে বিএনপির পদযাত্রা কর্মসূচি থেকে ‘পুলিশের ওপর ইটপাটকেল’ নিক্ষেপের অভিযোগ পাওয়া গেছে। যদি পাথর নিক্ষেপের ঘটনা অস্বীকার করেছে বিএনপি নেতারা। রবিবার (২৮ মে) বিকেল সোয়া ৫টার দিকে বহদ্দারহাট মোড় এলাকায় এ ঘটনা ঘটে।

পাথর নিক্ষেপের বিষয়ে জানতে চাইলে চট্টগ্রাম মহানগর বিএনপির আহবায়ক কমিটির দপ্তরের দায়িত্ব প্রাপ্ত ইদ্রিস আলী জানান, পুলিশের অভিযোগ সত্য নয়। আমাদের মিছিলটি বহদ্দারহাট মোড়ে এসে যখন বিএনপির সিনিয়র নেতৃবৃন্দের বক্তব্য শেষে সবাইকে বিদায় দিয়ে শান্তিপূর্ণভাবে বাসায় ফিরতে ডা. শাহাদাত ভাই ও বক্কর ভাই অনুরোধ করছিলেন তখন পুলিশ বাঁশি দিয়ে সড়ক থেকে নেতা কর্মীদের সরাতে চেষ্টা করলে কিছু নেতাকর্মীর সাথে পুলিশের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে উত্তেজনার সৃষ্টি হয়। পরে আমরা পুলিশের সিনিয়র কর্মকর্তাদের সাথে কথা বলে বিষয়টি সেখানে সমাধান করি। এটা বড় কোন ঘটনা না। এই ঘটনায় কাউকে আটক করা হয়নি বা কেউ আহত হয়নি।

 

পূর্বকোণ/রাজীব/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট