চট্টগ্রাম সোমবার, ০৬ মে, ২০২৪

সর্বশেষ:

সিআইএমসিএইচ-এ জরায়ু ক্যান্সার প্রতিরোধ ক্যাম্পেইন অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক

২৮ অক্টোবর, ২০২২ | ১২:১১ পূর্বাহ্ণ

চট্টগ্রাম ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে (সিআইএমসিএইচ) পালিত হয় জরায়ু ক্যান্সার প্রতিরোধ ক্যাম্পেইন।

গত বুধবার (২৬ অক্টোবর) গাইনী এন্ড অবস বিভাগের উদ্যোগে এ ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়।

গাইনী এন্ড অবস বিভাগের বিভাগীয় প্রধান ডা. মুসলিনা আখতারের সভাপতিত্বে প্রতিরোধ ক্যাম্পেইন প্রধান অতিথি ছিলেন হাসপাতালের উপ পরিচালক ডা. আব্দুর রাজ্জাক খান। অনুষ্ঠানে প্রবন্ধ উপস্থাপন করেন সহকারী অধ্যাপক ডা. ফারজানা চৌধুরী।

তিনি প্রবন্ধে উল্লেখ করেন- জরায়ু ক্যান্সার বাংলাদেশে মহিলাদের দ্বিতীয় সর্বোচ্চ ক্যান্সার। ৯-১৪ বছরের মধ্যে টিকার দু’টি ডোজ এবং ১৫-৪০ বছরের মধ্যে টিকার তিনটি ডোজ দেয়ার মাধ্যমে ক্যান্সার প্রতিরোধ করা সম্ভব।

এ ছাড়া ৪০ এবং তদুর্ধ বয়সের মহিলাগণ প্রতি পাঁচ বছর অন্তর স্ক্রিনিং করে এ রোগটি প্রাথমিক পর্যায়ে ধরা পড়লে আরোগ্য লাভ করা সহজ হয়।

পূর্বকোণ/মামুন

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট