চট্টগ্রাম রবিবার, ১৯ মে, ২০২৪

ঝাড়খণ্ডে মন্ত্রীর ব্যক্তিগত সচিবের গৃহকর্মীর বাড়িতে টাকার পাহাড়

আন্তর্জাতিক ডেস্ক

৬ মে, ২০২৪ | ২:০৭ অপরাহ্ণ

ভারতের ঝাড়খণ্ড রাজ্যের পল্লী উন্নয়ন মন্ত্রী আলমগীর আলমের ব্যক্তিগত সচিবের গৃহকর্মীর বাড়িতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ কালো টাকা উদ্ধার করেছে দেশটির এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) ।

সোমবার মন্ত্রী আলমের ব্যক্তিগত সচিব সঞ্জীব লালের বাড়িতেও অভিযান চালান ইডির কর্মকর্তারা।

এদিন তারা ঝাড়খণ্ডের রাজধানী রাঁচীর নানা জায়গায় অভিযান চালিয়ে মোট ২৫ কোটি রুপি কালো টাকা উদ্ধার করেন। এর মধ্যে সঞ্জীব লালের গৃহকর্মীর বাড়ি থেকে উদ্ধার হয় ২০ কোটি রুপি।

গণমাধ্যম জানিয়েছে, ভারেতের অর্থ পাচার প্রতিরোধ আইনের অধীনে এসব অভিযান চালানো হয়।

মূলত ঝাড়খণ্ডের পল্লী উন্নয়ন মন্ত্রণালয়ের সাবেক প্রধান প্রকৌশলী বীরেন্দ্র রাম ও তার ঘনিষ্ঠ চক্রের লোকজনের বাড়িতে এসব অভিযান চালানো হয়। অর্থ পাচার মামলায় জড়িত থাকায় ইডি বীরেন্দ্র রামকে ২০২৩ সালের ফেব্রুয়ারিতে গ্রেপ্তার করেছিল।

বীরেন্দ্র রামের আর্থিক কেলেঙ্কারির তদন্তে সঞ্জীব লালের নাম আসে। সেই যোগসূত্র ধরেই তার বাড়িতে অভিযান চালানো হয়। কিন্তু বিপুল পরিমাণ অর্থ পাওয়া যায় তার গৃহকর্মীর ঘরে।

গণমাধ্যমে আসা অভিযানের একটি ভিডিও ফুটেজে দেখা গেছে, ওই গৃহকর্মীর ঘরে নোটের পাহাড় ছড়িয়ে আছে।

ভারতীয় গণমাধ্যম এনডিটিভি জানিয়েছে, মন্ত্রী আলমগীর আলম (৭০) কংগ্রেসের একজন নেতা এবং তিনি ঝাড়খণ্ড বিধানসভার একজন সদস্য।

এদিন তদন্তকারী সংস্থাটির কর্মকর্তারা একসঙ্গে রাঁচীর নয়টি জায়গায় অভিযান চালায়।

পূর্বকোণ/এএইচ

শেয়ার করুন