চট্টগ্রাম বুধবার, ০৮ মে, ২০২৪

সর্বশেষ:

কোটি টাকার ভারতীয় শাড়িসহ যুবক আটক

নিজস্ব প্রতিবেদক

৪ সেপ্টেম্বর, ২০২২ | ৯:২৬ অপরাহ্ণ

চট্টগ্রামে আনার পথে ফেনীতে কোটি টাকার ভারতীয় শাড়িসহ এক যুবককে আটক করেছে র‌্যাব । রবিবার (৪ সেপ্টেম্বর) ভোরে ফেনী মডেল থানাধীন হাসপাতাল মোড় এলাকা থেকে একটি কাভার্ডভ্যান থেকে ২ হাজার ৮৮০ পিস শাড়িসহ তাকে আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব ৭ এর সিনিয়র সহকারী পরিচালক নুরুল আবছার।

আটক মো শাহ আলম (২৮) কুমিল্লার চৌদ্দগ্রামের বিজয়করা এলাকার আবদুল জলিলের ছেলে।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে আমরা জানতে পারি যে, ফেনীর জেলার সীমান্তবর্তী এলাকা হতে অবৈধভাবে বিভিন্ন ধরনের ভারতীয় শাড়ি কাপড় নিয়ে একটি কাভার্ডভ্যানযোগে চট্টগ্রামের দিকে আসছে। উক্ত সংবাদে আমরা আজ ভোর চারটার দিকে ফেনী জেলার ফেনী মডেল থানাধীন হাসপাতাল মোড় এলাকায় পাকা রাস্তার উপর একটি অস্থায়ী চেকপোষ্ট স্থাপন করে গাড়ি তল্লাশি শুরু করি । এসময় একটি কাভার্ডভ্যান তল্লাশি করে আসামি মো শাহ আলমকে আটক করা হয়। পরবর্তীতে আসামির ২ হাজার ৮৮০ পিস ভারতীয় শাড়ি, ২৩৫ পিস লেহেঙ্গা এবং ১০০ পিস থ্রিপিস উদ্ধার করা হয় । উদ্ধারকৃত চোরাই কাপড়ের আনুমানিক মূল্য ১ কোটি টাকা। আসামি পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

 

পূর্বকোণ/রাজীব/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট