চট্টগ্রাম শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতার ওপর গুরুত্বারোপ পার্বত্য মন্ত্রীর

নিজস্ব সংবাদদাতা, বান্দরবান

৪ আগস্ট, ২০১৯ | ১:১০ পূর্বাহ্ণ

ডেঙ্গু প্রতিরোধে সঠিক চিকিৎসার পাশাপাশি জনসচেতনতা গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেছেন পার্বত্য মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি। মন্ত্রী বলেন, সরকার ডেঙ্গু-ম্যালেরিয়া এসব রোগ প্রতিরোধে প্রয়োজনীয় সব ধরনের উদ্যোগ নিয়েছে।
বান্দরবান সেনা রিজিয়ন ও স্বাস্থ্য বিভাগের সহযোগিতায় ২ আগস্ট সকালে শহরের আদর্শ প্রাইমারি স্কুল মাঠে ইমানুয়েল মেডিকেল সেন্টারের উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা ক্যাম্প উদ্বোধনের সময় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন। পুলিশ সুপার জাকির হোসেন মজুমদারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অতিথি ছিলেন বান্দরবানের রিজিয়ন কমান্ডার বিগ্রেডিয়ার জেনারেল খন্দকার শহিদুল ইমরান, জেলা প্রশাসক দাউদুল ইসলাম, সিভিল সার্জন ডা. অংশৈ মারমা, পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক ডা. অংছালু মারমা, সদর উপজেলার চেয়ারম্যান একেএম জাহাঙ্গীর, আঞ্চলিক পরিষদের সদস্য শফিকুর রহমান, আঞ্চলিক পরিষদের সদস্য কাজল কান্তি দাস, বান্দরবান প্রেসক্লাবের সভাপতি মনিরুল ইসলাম মনু, সাবেক সভাপতি বাদশা মিয়া মাস্টার, জেলা পরিষদের সদস্য লক্ষী পদ দাশ, আ. লীগ নেতা অমল দাস প্রমুখ। বিনামূল্যে চিকিৎসা ক্যাম্পে বান্দরবানের বিভিন্ন এলাকা থেকে পাঁচ শতাধিক গরীব অসহায় দুস্থ রোগী চিকিৎসা সেবা ও ওষুধ নিয়েছে। এই ক্যাম্পে বিনামূল্যে ডেঙ্গু ও ম্যালেরিয়া রোগের সনাক্তকরণও হয়েছে। বান্দরবানে চিকিৎসা ব্যবস্থার উন্নয়নে ইমানুয়েল হাসপাতালটি অন্যতম ভূমিকা রাখছে।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট