চট্টগ্রাম মঙ্গলবার, ০৭ মে, ২০২৪

শাহ আমানতে ৯০ হাজার দিরহামসহ যাত্রী আটক

নিজস্ব প্রতিবেদক

২৬ এপ্রিল, ২০২৪ | ১১:০০ অপরাহ্ণ

চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা (এনএসআই) সংস্থার সহায়তায় শুল্ক গোয়েন্দারা শারজাহগামী এক যাত্রীর কাছ থেকে ৯০ হাজার দিরহাম জব্দ করেছেন। মোহাম্মদ কায়সার হামিদ নামে এক যাত্রীকে তল্লাশি চালিয়ে মুদ্রাগুলো জব্দ করা হয়। বাংলাদেশি মুদ্রায় যার মূল্য প্রায় ২৭ লাখ টাকা।

 

আজ শুক্রবার (২৬ এপ্রিল) সন্ধ্যা ৭টার দিকে এক অভিযানে তাকে আটক করা হয়। তিনি এয়ার এরাবিয়ার জি নাইন- ৫২১ ফ্লাইটের যাত্রী ছিলেন। ইতিপূর্বে তাকে বিমানবন্দর টার্মিনালের আন্তর্জাতিক অ্যান্টি হাইজ্যাকিং গেটে তল্লাশি ও জিজ্ঞাসাবাদ করা হয়।

 

আটক মোহাম্মদ কায়সার হামিদের গ্রামের বাড়ি চট্টগ্রামের বোয়ালখালীতে।

 

এসব তথ্য নিশ্চিত করেছেন চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন তাসলিম আহমেদ।

 

তিনি জানান, বিমানবন্দর শুল্ক গোয়েন্দারা উক্ত যাত্রীর বিরুদ্ধে মানি লন্ডারিং আইনে পতেঙ্গা মডেল থানায় মামলা দায়ের করছেন। উদ্ধার করা বিদেশি মুদ্রাগুলো শুল্ক গোয়েন্দার মাধ্যমে বিমানবন্দর কাস্টমসের নিকট হস্তান্তর করা হবে, যা পরবর্তীতে সরকার কর্তৃক জব্দ হবে।

 

 

পূর্বকোণ/জেইউ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট