চট্টগ্রাম মঙ্গলবার, ০৭ মে, ২০২৪

পেকুয়ায় দুই করাতকল সিলগালা

নিজস্ব সংবাদদাতা, পেকুয়া

২৬ এপ্রিল, ২০২৪ | ৪:৪৪ অপরাহ্ণ

কক্সবাজারের পেকুয়ায় প্রশাসনের নির্দেশনা উপেক্ষা করে অবৈধভাবে করাতকলে সংরক্ষিত বনাঞ্চলের কাঠ চিরাই কার্যক্রম পরিচালনা করায় দুটি করাতকল সিলগালা করে দিয়েছে উপজেলা প্রশাসন।

শুক্রবার (২৬ এপ্রিল) সকাল ১১টায় পেকুয়াবাজার ও বারবাকিয়া এলাকায় অভিযান পরিচালনা করে এসব করাতকল সিলগালা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নুর পেয়ারা বেগম।

অভিযানের বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নুর পেয়ারা বেগম বলেন, ইতিপূর্বে উপজেলা প্রশাসনের বিশেষ অভিযানে পেকুয়ায় অবৈধভাবে গড়ে উঠা বেশ কিছু করাতকল সিলগালা করা হয়েছে। আমরা খবর পেয়েছি প্রশাসনের নির্দেশনা উপেক্ষা করে কিছু অসাধু করাতকল মালিক তাদের অবৈধ কার্যক্রম চালিয়ে যাচ্ছে। অভিযানে এসে এরকম দুটি করাতকল সিলগালা করে দেওয়া হয়েছে। তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা প্রক্রিয়াধীন রয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

পূর্বকোণ/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট