চট্টগ্রাম সোমবার, ০৬ মে, ২০২৪

সর্বশেষ:

নির্বাচনে অংশ নেওয়ায় ৭৩ নেতাকর্মী বহিষ্কার করল বিএনপি

অনলাইন ডেস্ক

২৬ এপ্রিল, ২০২৪ | ৫:২৪ অপরাহ্ণ

দলীয় সিদ্ধান্ত অমান্য করে আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে অংশ নেওয়ার অভিযোগে ৭৩ নেতাকর্মীকে বহিষ্কার করেছে বিএনপি।

 

আজ শুক্রবার (২৬ এপ্রিল) বিকেলে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

 

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ৮ মে প্রথম ধাপে উপজেলা পরিষদ নির্বাচনে দলীয় সিদ্ধান্ত অমান্য করে বিএনপির যেসমস্ত নেতৃবৃন্দ চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান (পুরুষ ও মহিলা) পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন তাদেরকে দলীয় গঠনতন্ত্র মোতাবেক বিএনপির প্রাথমিক সদস্য পদসহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

 

বহিষ্কৃতদের মধ্যে উপজেলা চেয়ারম্যান প্রার্থী ২৮ জন, ভাইস চেয়ারম্যান প্রার্থী ২৪ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী ২১ জনকে বহিষ্কার করা হয়েছে।

 

জাতীয় সংসদ নির্বাচনের মতো স্থানীয় পর্যায়ের এই নির্বাচনও বয়কট করেছে বিএনপি এবং তাদের শরীক দলগুলো। সেজন্য দলীয় ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদেরও নির্বাচনে অংশ না নিতে নির্দেশ দিয়েছিল বিএনপি। তবে এই নেতাকর্মীরা দলীয় নির্দেশ না মেনে নির্বাচনে প্রার্থী হয়েছেন।

 

 

পূর্বকোণ/জেইউ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট