চট্টগ্রাম বুধবার, ০৮ মে, ২০২৪

সর্বশেষ:

গণপরিবহন না পেয়ে চট্টগ্রামে সড়ক অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক

৩০ জুন, ২০২১ | ১২:১৫ অপরাহ্ণ

কারখানায় যেতে গণপরিবহন না পেয়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে শ্রমিকরা।বুধবার (৩০ জুন) সকালে চট্টগ্রাম নগরীর টাইগার পাস মোড়ে বিক্ষোভ করে তারা। এতে যান চলাচল বন্ধ হয়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। পরে পুলিশ এসে পরিস্থিতি স্বাভাবিক করে।

একজন অবরোধকারী বলেন, সড়কে গণপরিবহন নেই। পোশাক কারখানা খোলা। কিন্তু শ্রমিক-কর্মচারীদের যাতায়াতের জন্য বাস নেই। রিকশা ভাড়াও দ্বিগুণ। ঠিকমতো রিকশাও পাওয়া যাচ্ছে না। আমরা এখন কর্মস্থলে যেতে পারছি না।

কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নেজাম উদ্দিন বলেন, গণপরিবহন না থাকায় শ্রমিকরা ক্ষুব্ধ হয়ে সড়ক অবরোধ করেন। পরে পুলিশ গিয়ে তাদের জন্য গাড়ির ব্যবস্থা করে দেয়। এখন যান চলাচল স্বাভাবিক।

পূর্বকোণ/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট