চট্টগ্রাম বুধবার, ০৮ মে, ২০২৪

সর্বশেষ:

কাপ্তাইয়ে মাস্ক না পরায় ৪ পথচারীকে জরিমানা

কাপ্তাই সংবাদদাতা

২৯ জুন, ২০২১ | ৪:০১ অপরাহ্ণ

রাঙামাটির কাপ্তাইয়ে ফ্রিজে রেখে বাসি খাবার বিক্রি, মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি ও মাস্ক না পরায় ৫ জনকে ৪ হাজার ৪০০ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (২৯ জুন) দুপুরে চন্দ্রঘোনার মিশন হাসপাতাল এলাকা ও কেপিএমের কলাবাগান এলাকায় এই অভিযান পরিচালনা করেন কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুনতাসির জাহান।

তিনি বলেন, কেপিএমের মিশনঘাট এলাকায় ফ্রিজে রেখে বাসি খাবার বিক্রি, মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রির দায়ে গাংচিল রেস্টুরেন্টকে ৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

এছাড়া মাস্ক না পরায় ৪ পথচারীকে ৪০০ টাকা জরিমানা করা হয়। এর আগে করোনা সংক্রমণ রোধে সচেতনা বৃদ্ধিতে চন্দ্রঘোনায় মাকিং করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনতাসির জাহান।

পূর্বকোণ/মামুন/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট