চট্টগ্রাম শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

প্রতীকী ছবি

বাঁশখালীতে দুই প্রতিষ্ঠানকে ৯ লাখ টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক

১২ মে, ২০২১ | ১২:০৪ পূর্বাহ্ণ

পরিবেশ ছাড়পত্র নবায়ন না করে শর্তভঙ্গ করায় চট্টগ্রামের দুই প্রতিষ্ঠানকে ৯ লাখ টাকা ক্ষতিপূরণ আরোপ করেছে পরিবেশ অধিদপ্তর।

আজ মঙ্গলবার (১১ মে) পরিবেশ সংরক্ষণ আইনে এ ক্ষতিপূরণ আরোপ করা হয় বলে জানিয়েছেন পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম অঞ্চলের পরিচালক মফিদুল ইসলাম।

তিনি জানান, বাঁশখালীর পুকুরিয়া ইউনিয়নের চেয়ারম্যান আসহাব উদ্দীনের মালিকানাধীন মেসার্স ঝিনুক পোল্ট্রি এন্ড বনায়ন প্রকল্পকে ৫ লাখ টাকা ও মেসার্স ঝিনুক পোল্ট্রি-(২)কে চার লাখ টাকা ক্ষতিপূরণ আরোপ করা হয়েছে।

পূর্বকোণ/পিআর/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট