চট্টগ্রাম বুধবার, ০৮ মে, ২০২৪

সর্বশেষ:

চবির পাহাড় থেকে নেমে এলো ১৫ ফুট লম্বা অজগর

নিজস্ব প্রতিবেদক

৫ এপ্রিল, ২০২১ | ২:৪৪ অপরাহ্ণ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস থেকে ১৫ ফুট লম্বা একটি অজগর সাপ উদ্ধার করা হয়েছে। রবিবার (৪ এপ্রিল) রাত ৮টার দিকে বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থী সাপটি উদ্ধার করেন। পরে সাপটিকে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা অফিসে নেয়া হয়। উদ্ধার করা সাপটির ওজন প্রায় ১০ কেজি বলে জানা গেছে।

বিষয়টি নিশ্চিত করেছেন বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ চট্টগ্রামের রেঞ্জার ইসমাইল হোসেন। তিনি পূর্বকোণকে বলেন, ‘চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে একটি সাপ উদ্ধারের খবর শুনেছি। বেশি রাত হয়ে যাওয়ায় সাপটিকে ক্যাম্পাসে রাখা হয়েছে। ধারণা করা হচ্ছে খাবারের খোঁজে সাপটি পাহাড় থেকে নেমে এসেছে। আজ (সোমবার) সাপটি উদ্ধার করে পরবর্তী পদক্ষেপ নিব।’

প্রসঙ্গত, অজগর বা পাইথন হচ্ছে পৃথিবীর অন্যতম বৃহত্তম সাপ। অজগরকে ময়াল নামেও ডাকা হয়। বিষহীন আদিম সাপ নামেও এরা পরিচিত।

পূর্বকোণ/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট