চট্টগ্রাম সোমবার, ০৬ মে, ২০২৪

সর্বশেষ:

স্বাধীনতার মাসেই চলে গেলেন স্বাধীন বাংলা বেতারের শব্দসৈনিক ডা. সুলতান

নিজস্ব প্রতিবেদক

১৫ মার্চ, ২০২১ | ২:১৯ অপরাহ্ণ

স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শব্দসৈনিক ও চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের কমিউনিটি মেডিসিন বিভাগের সাবেক বিভাগীয় প্রধান প্রফেসর ডা. সুলতান উল আলম আর নেই (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর।

রবিবার (১৪ মার্চ) রাত ৩টায় চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মৃত্যুকালে তিনি এক ছেলে, দুই কন্যা ও স্ত্রীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। বাংলাদেশ বেতার চট্টগ্রাম কেন্দ্রের সিনিয়র অনুষ্ঠান ঘোষকও ছিলেন এই চিকিৎসক।

বিষয়টি নিশ্চিত করে পার্কভিউ হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা. এটিএম রেজউল করিম। তিনি জানান, গত ২১ ফেব্রুয়ারি তিনি করোনা পজিটিভ হন। এরপর ২৩ ফেব্রুয়ারি তাকে হাসপাতালে ভর্তি করা হয়। শারীরিক অবস্থার অবনতি হলে ১২ মার্চ তাকে আইসিইউতে নেয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রবিবার রাত ৩টায় তিনি মারা যান।
উল্লেখ্য, এই পর্যন্ত (১৫ মার্চ) চট্টগ্রামে করোনায় ১৯ চিকিৎসকের মৃত্যু হয়েছে।

পূর্বকোণ/পিআর/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট