চট্টগ্রাম মঙ্গলবার, ০৭ মে, ২০২৪

সর্বশেষ:

চট্টগ্রামে শ্রমিকদের দু’পক্ষের সংঘর্ষে হ্যাচারি কর্মকর্তা নিহত

মিরসরাই সংবাদদাতা

১৪ জানুয়ারি, ২০২১ | ৯:১৫ অপরাহ্ণ

চট্টগ্রামের মিরসরাইয়ে সিপি বাংলাদেশ পোল্ট্রি হ্যাচারির শ্রমিকদের দুইপক্ষের সংঘর্ষে আতাউল হাকিম নামের ৩৫ বছর বয়সী একব্যক্তি নিহত হয়েছেন। বুধবার (১৩ জানুয়ারি) রাতে জোরারগঞ্জ থানার দূর্গাপুর ইউনিয়নের পোল্ট্রি হ্যাচারি এলাকায় এই ঘটনা ঘটে।

নিহত আতাউল হাকিম বগুড়া জেলার চিকাসি মোহনপুর গ্রামের জহুরুল হকের ছেলে এবং ওই হ্যাচারির ম্যানেজার।

জানা গেছে, বুধবার রাত সাড়ে ৮ টার পরে মহামায়া এলাকায় সিপি বাংলাদেশ পোল্ট্রি হ্যাচারির শ্রমিকদের দুই পক্ষের মধ্যে সংঘর্ষের হয়। একপর্যায়ে আহত অবস্থায় হ্যাচারির ম্যানেজার আতাউল হাকিমকে পড়ে থাকতে দেখে সহকর্মীরা তাকে উপজেলা সদরের সেবা আধুনিক হাসপাতালে নিয়ে যায়। সেখানকার কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে দ্রুত চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেন। পরে চিকিৎসাধীন অবস্থায় বুধবার দিবাগত রাতে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে আতাউল হাকিমের মৃত্যু হয়।

মহামায়া এলাকার সিপি বাংলাদেশ পোল্ট্রি হ্যাচারির প্রশাসনিক কর্মকর্তা বিল্লাল হোসেন জানান, বুধবার রাতে হ্যাচারির মধ্যে কি ঘটেছে এ বিষয়ে তিনি কিছুই জানেন না। তবে আতাউল হাকিমের মৃত্যুর ঘটনায় তারা থানায় অভিযোগ দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন বলেও তিনি জানান।

জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুর হোসেন মামুন জানান, মৃত্যুর ঘটনা নিয়ে কেউ এখনো পর্যন্ত থানায় অভিযোগ করেনি। তবে হত্যাকাণ্ডের ঘটনা জানার চেষ্টা করছে পুলিশ।

তিনি বলেন, নিহতের স্বজনদের খবর পাঠানো হয়েছে। বগুড়া থেকে নিহতের স্বজনরা এলে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।

পূর্বকোণ/মামুন/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট