চট্টগ্রাম রবিবার, ২৮ এপ্রিল, ২০২৪

জেলা-উপজেলা-গ্রাম

রাঙামাটির কাপ্তাই উপজেলার দুই নম্বর রাইখালীর ছয় নম্বর ওয়ার্ড ডংনালা চন্দনি পাড়ার জঙ্গলে পুঁতে রাখা বন্যহাতির হাড়গোড় উদ্ধার করেছে বনবিভাগ।   রবিবার (৩ মার্চ) দুপুর ১টার দিকে মাটি খনন করে হাতির নিচের ছোয়ালের অংশ, পায়ের হাড্ডিসহ শরীরের বিভিন্ন অংশ উদ্ধার করা হয়।   কাপ্তাই পাল্পউড বাগান বিভাগীয় কর্মকর্তা মো. নুরুল ইসলাম (ডিএফও) জানান, বিষয়টি আমরা জানার পর রাঙামাটি জেলা প্রশাসক, বন সংরক্ষক, কাপ্তাই নির্বাহী কর্মকর্তাসহ সকলকে অবগত করেছি। দোষীদের বিরুদ্ধে নিয়মিত মামলা করা হবে। বন্যপ্রাণী হত্যা দণ্ডনীয় অপরাধ।   পাল্পউড […]

৩ মার্চ, ২০২৪ ১০:১১:৫২,