চট্টগ্রাম সোমবার, ১৩ মে, ২০২৪

সর্বশেষ:

মাটিতে পুঁতে রাখা হাতির হাড়গোড় উদ্ধার কাপ্তাইয়ে

কাপ্তাই সংবাদদাতা

৩ মার্চ, ২০২৪ | ১০:১১ অপরাহ্ণ

রাঙামাটির কাপ্তাই উপজেলার দুই নম্বর রাইখালীর ছয় নম্বর ওয়ার্ড ডংনালা চন্দনি পাড়ার জঙ্গলে পুঁতে রাখা বন্যহাতির হাড়গোড় উদ্ধার করেছে বনবিভাগ।

 

রবিবার (৩ মার্চ) দুপুর ১টার দিকে মাটি খনন করে হাতির নিচের ছোয়ালের অংশ, পায়ের হাড্ডিসহ শরীরের বিভিন্ন অংশ উদ্ধার করা হয়।

 

কাপ্তাই পাল্পউড বাগান বিভাগীয় কর্মকর্তা মো. নুরুল ইসলাম (ডিএফও) জানান, বিষয়টি আমরা জানার পর রাঙামাটি জেলা প্রশাসক, বন সংরক্ষক, কাপ্তাই নির্বাহী কর্মকর্তাসহ সকলকে অবগত করেছি। দোষীদের বিরুদ্ধে নিয়মিত মামলা করা হবে। বন্যপ্রাণী হত্যা দণ্ডনীয় অপরাধ।

 

পাল্পউড বাগান বিভাগ রাইখালী রেঞ্জ কর্মকর্তা মো. জাহেদুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে বন্যহাতির শরীরের বিভিন্ন অংশ উদ্ধার করেছি। এলাকায় সতর্কমূলক লাল পতাকা টাঙিয়ে দেওয়া হয়। বিকাল ৫টায় হাড়ের কয়েকটি অংশ ভেটেরিনারিতে নিয়ে আসি পরীক্ষার জন্য।

 

তিনি আরো জানান, ধারণা করা হচ্ছে স্থানীয় উপজাতিরা বন্যহাতিটি হত্যা করে মাংস ভক্ষনের পর হাড়গুলো পুঁতে রেখেছে। বন্যপ্রাণী হত্যার অপরাধে জড়িত ১২-১৫ জনের বিরুদ্ধে চন্দ্রঘোনা থানায় মামলার প্রস্তুতি চলছে।

 

 

পূর্বকোণ/কবির/জেইউ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট