ক্লাস নাইনের ঘটনা। তখন স্কুলে যাওয়া-আসায় প্রতিদিন কমপক্ষে ১৪ কিলোমিটার সাইকেল চালাতে হতো। একই কাজ নিত্যদিন করতে সংগত কারণেই একঘেয়ে লাগত। তাই যে ক’জন একসঙ্গে চলতাম তারা মাঝেমধ্যেই বৈচিত্র্যময় কিছু করার চেষ্টা করতাম। নিজেদের মধ্যে প্রতিযোগিতা, হ্যান্ডেল না ধরে দীর্ঘ পথ পাড়ি দেয়া ছিল যার অন্যতম। সেদিন স্কুল ছুটির পর রাস্তায় উঠতেই ওই রুটের এক বাস আমাদের অতিক্রম করে। তখন এক সিনিয়র বলল, তুমি কি এই বাসের আগে মালঞ্চি রেলগেটে পৌঁছতে পারবে? সঙ্গে সঙ্গে চ্যালেঞ্জ গ্রহণ করলাম। আমার কাণ্ড দেখে […]