চট্টগ্রাম মঙ্গলবার, ০৭ মে, ২০২৪

সর্বশেষ:

ক্যান্টনমেন্ট ইংলিশ স্কুল এবং এমইএস কলেজে বৃক্ষরোপণ

১৯ জুলাই, ২০১৯ | ১২:৫৬ পূর্বাহ্ণ

গ্লোবাল এইড ফর সাসটেইনেবল ডেভেলপমেন্ট গতকাল বৃহস্পতিবার চট্টগ্রাম নগরের ক্যান্টনমেন্ট ইংলিশ স্কুল এন্ড কলেজ এবং ওমরগনি এমইএস কলেজে বৃক্ষরোপন কর্মসূচি সম্পন্ন করে। “গাছ লাগান নিজে বাঁচুন, পরিবেশ এবং জীববৈচিত্র্য বাঁচান” এই প্রতিপাদ্যকে সামনে রেখে আমেরিকান কর্নার চট্টগ্রাম এর সহযোগিতায় বৃক্ষরোপন কর্মসূচীি ২০১৯ এর উদ্যোগ গ্রহণ করে ১/২৪ স্যোশ্যাল মুভমেন্ট।
লেফটেন্যান্ট কর্নেল কে এম হাসানুল হক, পি এস সি, প্রিন্সিপাল, ক্যান্টনমেন্ট ইংলিশ স্কুল এন্ড কলেজ, চট্টগ্রাম এবং আ ন ম সরওয়ার আলম, প্রিন্সিপাল, ওমর গনি এমইএস কলেজ নিজ নিজ প্রতিষ্ঠানে বৃক্ষ রোপনের মাধ্যমে এ কর্মসূচি শুরু করেন। স্কুল এবং কলেজের শিক্ষার্থীদের পাশাপাশি এই কর্মসূচিতে অংশগ্রহণ করেন। ১/২৪ স্যোশাল মুভমেন্ট, আমেরিকান কর্নার চট্টগ্রাম এবং গ্লোবাল এইড ফর সাসটেইনেবল ডেভেলপমেন্ট এর সাথে সংশ্লিষ্ট মোহাম্মদ শাহাব উদ্দিন, রুমা দাস, মো. ইফতেখার উদ্দিন, মো. মহিব উল্লাহ, সৈয়দা ফাতেমা, কাজী খাইরুন্নেসা, ফজলুল করিম, এবং আমির হোসেন প্রমুখ ব্যক্তিবর্গ।- প্রেস বিজ্ঞপ্তি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট