চট্টগ্রাম মঙ্গলবার, ০৭ মে, ২০২৪

সর্বশেষ:

ফটিকছড়িতে সমাবেশে আবু তৈয়ব

সরকার শ্রমিকদের কল্যাণে কাজ করে যাচ্ছে

নিজস্ব সংবাদদাতা, ফটিকছড়ি

২৫ জুন, ২০১৯ | ১:১১ পূর্বাহ্ণ

ফটিকছড়ি উপজেলা চেয়ারম্যান হোসাইন মো. আবু তৈয়ব বলেছেন, বর্তমান শেখ হাসিনার সরকার শ্রমিক কৃষক মেহনতী মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে। শ্রমিকদের আর্থ সামাজিক অবস্থার উন্নয়নে বিভিন্ন রকম ভাতা, ভিজিএফ কার্ডের মাধ্যমে চাল সরবরাহসহ নানা কর্মসূচি বাস্তবায়ন করে চলেছে। এছাড়া যানবাহন শ্রমিকদের সুরক্ষায় পুরোনো আইন সংস্কার করে নতুন আইন করা হচ্ছে। তিনি বলেন, শ্রমিকরাই আজ তাদের মেহনতের মাধ্যমে বাংলাদেশকে একটি মধ্যম আয়ের দেশের কাতারে উন্নীত করে চলেছে। তিনি শ্রমিকদের যেকোন প্রয়োজনে পাশে থাকার প্রতিশ্রুতিও ব্যক্ত করেন।
গত ২২ জুন বিকেলে ফটিকছড়ি বাস স্টেশন চত্বরে চট্টগ্রাম জেলা কার-মাইক্রো জিপ চালক শ্রমিক ইউনিয়নের কার্যালয় উদ্বোধন উপলক্ষে আয়োজিত শ্রমিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। সংগঠনের সভাপতি মো. রমজান আলী বাবুলের সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথি ছিলেন সংগঠনের উপদেষ্টা সাবেক চেয়ারম্যান এমদাদুল ইসলাম চৌধুরী, শ্রমিক নেতা হাজি আব্দুল নবী লেদু, উপজেলা ভাইস চেয়ারম্যান জেবুন্নাহার মুক্তা, আওয়ামী লীগ নেতা আব্দুল কুদ্দুচ, শ্রমিক নেতা একরাম চৌধুরী, মো. ইউছুফ, নুরুল হক পুতু প্রমুখ। সভা সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক দৌলত মিয়া ও আব্দুল মান্নান। পরে নেতৃবৃন্দ নতুন কার্যালয় উদ্বোধন করেন। উল্লেখ্য, এই সংগঠনটি এতদিন বিভক্ত ছিল। সম্প্রতি দুই গ্রুপ এক হয়ে এ সমাবেশ করে।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট