চট্টগ্রাম বুধবার, ০৯ জুলাই, ২০২৫

সর্বশেষ:

হাতির আক্রমণে যুবক নিহত সাতকানিয়ায়

নিজস্ব সংবাদদাতা, সাতকানিয়া

৫ জুলাই, ২০২৫ | ২:০০ অপরাহ্ণ

চট্টগ্রামের সাতকানিয়ায় বন্য হাতির আক্রমণে সাদেক হোসেন (২৪) নামের এক যুবক নিহত হয়েছেন।

শুক্রবার(৪ জুলাই) রাত সাড়ে ১০টায় উপজেলার চরতী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ঘোনাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত যুবক ওই এলাকার আবুল হোসেনের ছেলে ও পেশায় একজন কৃষক ছিলেন।

বিষয়টি নিশ্চিত করে স্থানীয় ইউপি সদস্য মো. আলী বলেন, কিছুদিন ধরে হাতির একটি পাল পাহাড়ি এলাকা থেকে লোকালয়ে এসে উৎপাত করছিল। কৃষক সাদেক হোসেন রাতে স্থানীয় বাজার থেকে কেনাকাটা শেষে হেঁটে একা বাড়ি ফিরছিলেন। এ সময় একটি বন্য হাতি তাকে শুঁড় দিয়ে পেঁচিয়ে ওপরে তুলে ছুড়ে মারে। এতে সাদেক গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়।

পূর্বকোণ/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট