চট্টগ্রাম বৃহষ্পতিবার, ১০ জুলাই, ২০২৫

সর্বশেষ:

কক্সবাজারে বিদেশি অস্ত্র-গোলাবারুদসহ গ্রেপ্তার ৩

কক্সবাজারে বিদেশি অস্ত্র-গোলাবারুদসহ গ্রেপ্তার ৩

কক্সবাজার প্রতিনিধি

৪ জুলাই, ২০২৫ | ৪:৫৮ অপরাহ্ণ

কক্সবাজারের দক্ষিণ কলাতলী এলাকা থেকে বিদেশি আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদসহ তিনজনকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১৫। এর ম্যধ দিয়ে রোহিঙ্গা ক্যাম্প থেকে কক্সবাজার ও মহেশখালী পর্যন্ত বিস্তৃত একটি অবৈধ অস্ত্র সরবরাহ চক্রের কার্যক্রম উন্মোচিত হয়েছে বলে জানিয়েছে র‍্যাব।

 

গ্রেপ্তারকৃতরা হলো- বড় মহেশখালীর মাঝার ডেইল এলাকার আনজু মিয়ার ছেলে শাহ আলম (৪০), উখিয়ার মাদার বুনিয়ার আয়ুব আলীর পুত্র আব্দুল জলিল (২৯) এবং মহেশখালীর দেবাঙ্গা পাড়ার আব্দুল লতিফের ছেলে আদিল প্রকাশ আদিল্লা (৩৫)।

র‍্যাব-১৫ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার (মিডিয়া এন্ড ল) আ.ম ফারুক জানান, উদ্ধারকৃত অস্ত্র-গুলি ও গ্রেপ্তার অস্ত্র ব্যবসায়ীদের সংশ্লিষ্ট থানায় হাস্তান্তর করা হয়েছে।

 

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (৩ জুলাই) রাতে পৌরসভার দক্ষিণ কলাতলী এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে রোহিঙ্গা ক্যাম্প থেকে অস্ত্র সরবরাহ করে অন্য জায়গায় পাঠানোর জন্য অবস্থান করা তিন অবৈধ অস্ত্র ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়। এসময় তাদের কাছ থেকে একটি বিদেশি আগ্নেয়াস্ত্র, ৬১টি তাজা কার্তুজ, ৮টি বিদেশি পিস্তলের তাজা কার্তুজ, একটি স্মার্ট ফোন, দুইটি বাটন ফোন, একটি ইজিবাইক ও নগদ সাড়ে ১২ টাকা উদ্ধার করা হয়। গ্রেপ্তারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় একাধিক মামলা রয়েছে।

 

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, অবৈধ অস্ত্র ব্যবসায়ী শাহ আলম অজ্ঞাতনামা আসামিদের কাছ থেকে অস্ত্র ও গোলাবারুদ ক্রয় করার পর অটোচালক আব্দুল জলিলের সাথে যোগাযোগ করে বিকাশে টাকা পাঠাতো। টাকা বুঝে পাওয়ার পর অটোচালক আব্দুল জলিল শাহ আলমের নির্দেশে মাদার বুনিয়া থেকে এসব অস্ত্র ও গুলি নিজের অটোরিকশায় করে শাহ আলম ও আরেক অস্ত্র ব্যবসায়ী আদিলকে বুঝিয়ে দিতে কক্সবাজার সদর থানাধীন ইনানি টু কলাতলী সড়কের দরিয়ানগর ব্রিজের উত্তর পাশে নিউ চিশতিয়া হ্যাচারির সামনে আসতো বলে জানায় র‌্যাবের এই কর্মকর্তা। গ্রেপ্তার আসামি ও উদ্ধার করা অস্ত্র-গোলাবারুদ থানায় হস্তান্তর করা হয়েছে।

পূর্বকোণ/পিআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট