চট্টগ্রামের কর্ণফুলীতে ছাদে খেলতে গিয়ে গাছের ডালচাপায় আসিম বিন সাইফ (১৩) নামে এক স্কুলছাত্রে মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৩ জুলাই) বিকেল পৌনে ৫টায় উপজেলার বড় উঠান এলাকার ইউসুফ মোহাম্মদের বাড়িতে এ ঘটনা ঘটে।
নিহত সাইফ স্থানীয় অধিবাসী মোহাম্মদ সাইফুদ্দিনের ছেলে এবং সে একটি স্কুলের সপ্তম শ্রেণির ছাত্র বলে জানা গেছে।
আসিমের ছোট ভাই আয়ান জানায়, তারা চারজন খেলছিল। এ সময় হঠাৎ একটি ডাল টিনের ঘরে পড়ে আর ভাইয়া টিনের নিচে চাপা পড়ে। সাথে সাথে সে মারা যায়।
বিষয়টি নিশ্চিত করেছেন কর্ণফুলী থানার শাহমীরপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোহাম্মদ রিয়াদুল ইসলাম।
পূর্বকোণ/এএইচ