চট্টগ্রাম শুক্রবার, ১৮ জুলাই, ২০২৫

সর্বশেষ:

কক্সবাজার মেরিন ড্রাইভে গাড়িচাপায় ৭ বছরের শিশু নিহত

কক্সবাজার প্রতিনিধি

৩ জুলাই, ২০২৫ | ১১:২৯ অপরাহ্ণ

কক্সবাজারের মেরিন ড্রাইভ সড়কে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় হাসনাত (৭ বছর) নামের এক শিশু নিহত হয়েছে। নিহত শিশু চট্টগ্রামের পাঁচলাইশ ৩ নম্বর ওয়ার্ড পূর্ব শহীদনগর চাঁদের বাড়ি এলাকার বাসিন্দা। বৃহস্পতিবার (৩ জুলাই) সকালে উখিয়া উপজেলাধীন সোনার পাড়া মোড়ে এই  ঘটনা ঘটে।
জানা গেছে, বৃহস্পতিবার সকালে মেরিন ড্রাইভের সোনারপাড়া রাস্তার মোড় থেকে ৫০০ গজ দক্ষিণে রাস্তা পার হওয়ার সময় দ্রুতগতির একটি গাড়ির নিচে চাপা পড়ে শিশু হাসনাত। এতে সে গুরুতর আহত হয়। দুর্ঘটনার পর তাকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে আশঙ্কাজনক অবস্থায় উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রামের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল। কিন্তু পথেই তার মৃত্যু হয় বলে নিশ্চিত করেছেন নিহত শিশুর মামা মোহাম্মদ রায়হান।
একই দুর্ঘটনায় গাড়িটির চালক আলমগীর (৩৭) আহত হয়েছেন। তার বাড়ি বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলার সোনাকান্দা এলাকায়। আহত চালকের বর্তমান অবস্থা সম্পর্কে বিস্তারিত জানা যায়নি।
নিহত শিশু হাসনাতের স্বজনেরা জানিয়েছেন, আজ রাত ১১টায় সরকারি আশেকানে আউলিয়া ডিগ্রি কলেজ মাঠে নিহত হাসনাতের নামাজ জানাজা অনুষ্ঠিত হবে। এই দুর্ঘটনায় পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। মেরিন ড্রাইভে প্রায়শই এমন দুর্ঘটনা ঘটায় সড়কের নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে।
পূর্বকোণ/এরফান/আরআর/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট