চট্টগ্রাম বুধবার, ০৯ জুলাই, ২০২৫

সর্বশেষ:

চন্দনাইশে সড়কে প্রাণ গেল এনজিও কর্মকর্তাসহ ২ জনের

নিজস্ব সংবাদদাতা, চন্দনাইশ

৩ জুলাই, ২০২৫ | ১০:৪০ অপরাহ্ণ

চট্টগ্রামের চন্দনাইশে পৃথক সড়ক দুর্ঘটনায় এক বেসরকারি উন্নয়ন সংস্থার (এনজিও) কর্মকর্তাসহ দুইজন নিহত হয়েছেন। তারা হলেন- ইকবাল হোসেন (৩৩) ও নিখিল পাল (৪৫)। এদের মধ্যে ইকবাল হোসেন এনজিও কর্মকর্তা বলে জানা গেছে। এ দুটি দুর্ঘটনায় জাবেদ হোসেন (২৮) নামে একজন আহত হয়েছেন।

বৃহস্পতিবার (৩ জুলাই) উপজেলার হাশিমপুর এলাকায় চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়কে এসব দুর্ঘটনা ঘটে।

নিহত ইকবাল হোসেন টাঙ্গাইলের সখিপুর উপজেলার সবুজ শিকদারের ছেলে। তিনি এনজিও সংস্থা ‘ব্যুরো বাংলাদেশ’-এর চন্দনাইশ শাখার ব্যবস্থাপক ছিলেন।

জানা গেছে, চট্টগ্রামমুখী একটি বাসের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল আরোহী দু’জন গুরুতর আহত হন। স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে বিজিসি ট্রাস্ট মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক ইকবাল হোসেনকে মৃত ঘোষণা করেন।

একই দিন দুপুরে ওই এলাকার মহাসড়ক পার হওয়ার সময় কক্সবাজারগামী একটি বেপরোয়া হায়েস গাড়ির ধাক্কায় নিখিল পাল (৪৫) নামে একজন গুরুতর আহত হন। তাকে দ্রুত দোহাজারী স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করেছেন দোহাজারী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব আলম।

পূর্বকোণ/দেলোয়ার/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট