চট্টগ্রাম শুক্রবার, ১৮ জুলাই, ২০২৫

সর্বশেষ:

চকরিয়ায় পরোয়ানাভুক্ত ৫ আসামি গ্রেপ্তার

 চকরিয়া প্রতিনিধি

৩ জুলাই, ২০২৫ | ৯:৫১ অপরাহ্ণ

কক্সবাজারের চকরিয়া থানা পুলিশ অভিযান চালিয়ে সাজাপ্রাপ্তসহ পরোয়ানাভুক্ত পলাতক ৫ আসামিকে গ্রেপ্তার করেছে। বৃহস্পতিবার (৩ জুলাই) ভোর থেকে দুপুর পর্যন্ত উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালানো হয়।

গ্রেপ্তারকৃত আসামিরা হলেন,  চকরিয়া পৌরসভার কাহারিয়াঘোনার নুরুল ইসলামের ছেলে সাজাপ্রাপ্ত আব্দুল আলিম(৪০)। পরোয়ানাভুক্ত ধৃত পলাতক আসামিরা হলেন, পৌরসভার জালিয়াপাড়ার মোহাম্মদ হাসেমের ছেলে মোহাম্মদ তারেক (২২), মাস্টারপাড়ার সৈয়দ আলমের ছেলে রুহুল কাদের (২৭), পুকপুকুরিয়ার মৃত ইউসূফ নবীর ছেলে আনসারুল ইসলাম খোকন(৩৫) ও বরইতলী ইউনিয়নের সিকদার পাড়ার মৃত নুরুল কবিরের ছেলে ইকবাল কবির (৩৮)। ধৃতরা সবাই জিআর ও সিআর মামলার গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত পলাতক আসামি।

এ তথ্য নিশ্চিত করেছেন চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম। তিনি বলেন, থানার একদল পুলিশ ফোর্স নিয়ে ৮ ঘন্টাব্যাপী অভিযান চালিয়ে পলাতক ৫ আসামিকে গ্রেপ্তার করতে সক্ষম হই। একইদিন বিকেলে তাদেরকে চকরিয়া সিনিয়র জুডিশিয়াল মাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়। অভিযানকালে ওসির সাথে ছিলেন, এসআই যথাক্রমে – সুজন বড়ুয়া, জাকির হোসেন, নাসির আহম্মদ, রাজিব কুমার সাহাসহ ১৫ সদস্যের পুলিশ টিম।

 

পূর্বকোণ/আরআর/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট