চট্টগ্রামের বাঁশখালীতে ৮ হাজার ইয়াবাসহ মো.সাইফুর রহমান (৪৪) নামের এক ব্যবসায়ীকে গ্রেপ্তার করে পুলিশ। বৃহস্পতিবার (৩ জুলাই) সকাল ৮টার দিকে থানার সামনে চেকপোস্ট থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার সাইফুর রহমান সাতক্ষীরা জেলার শ্যামনগর থানার ভূরুলিয়া ইউনিয়নের ১ নং ওয়ার্ডের সামাদ অনন্তপুর পুর গ্রামের মোহাম্মদ আব্দুল্লাহ ছেলে
বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, থানার মূল গেটের সামনে পাকা রাস্তার উপর চেকপোস্টে তল্লাশি চালানোর সময় এক মোটারসাইকেল আরোহীকে থামানো হয়। পরে তাকে তল্লাশি করে ৮ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। এসব ইয়াবা চকরিয়া থেকে নিয়ে যাওয়া হচ্ছিল। পরে মোটরসাইকেলটিও জব্দ করা হয়। গ্রেপ্তার আসামিকে মামলার দায়েরের পর আদালতে পাঠানো হয়েছে।
পূর্বকোণ/পিআর