চট্টগ্রাম রবিবার, ২০ জুলাই, ২০২৫

সর্বশেষ:

চন্দনাইশে ৫টি গুইসাপ উদ্ধার, একজনকে জরিমানা

চন্দনাইশে ৫টি গুইসাপ উদ্ধার, একজনকে জরিমানা

চন্দনাইশ সংবাদদাতা

৩০ জুন, ২০২৫ | ১২:৩৫ অপরাহ্ণ

চট্টগ্রামের চন্দনাইশে অভিযান চালিয়ে পাঁচটি গুইসাপ (মনিটর লিজার্ড) উদ্ধার করেছে ভ্রাম্যমাণ আদালত। এ ঘটনায় বন্যপ্রাণী সংরক্ষণ আইন লঙ্ঘনের দায়ে মং ওয়াই মারমা (৫০) নামে একজনকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

 

রবিবার (২৯ জুন) সন্ধ্যায় কেশুয়া এলাকার সৈয়দ বাজারে এই অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজস্ট্রিটে ডিপ্লোমেসি চাকমা। অভিযান চলাকলে সহায়তা করেন বন বিভাগের বরগুনি বিট র্কমর্কতা রহমত আলী।

 

বন বিভাগ সূত্রে জানা যায়, এক ব্যক্তি অবধৈভাবে গুইসাপ বিক্রির উদ্দশ্যে সংরক্ষণ করছেন; এমন তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে মং ওয়াই মারমা নামের একজনের হেফাজত থেকে পাঁচটি গুইসাপ উদ্ধার করা হয়।

 

সহকারী কমিশনার (ভূমি) ও নিবাহী ম্যাজিস্ট্রেট ডিপ্লোমেসি চাকমা বলেছেন, বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইই-২০১২ এর ৩৪ (খ) ধারা অনুযায়ী মং ওয়াই মারমাকে ১০ হাজার টাকা র্অথদণ্ড দেয়া হয়েছে। বন বিভাগ ও প্রশাসন জানিয়েছেন, বন্যপ্রাণী সংরক্ষণে অভিযান অব্যাহত থাকবে।

 

উদ্ধারকৃত গুইসাপগুলো বন বিভাগের হেফাজতে নেয়া হয়েছে। প্রাথমিক চিকিৎসা শেষে উপযুক্ত পরিবেশে অবমুক্ত করা হবে বলে জানয়িছেনে বিট র্কমর্কতা রহমত আলী।

পূর্বকোণ/পিআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট