কক্সবাজারের পেকুয়া উপজেলায় সড়ক দুর্ঘটনায় পেকুয়া সদর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি নাছির উদ্দীন (৪৮) নিহত হয়েছেন।
রবিবার (২৯ জুন) রাত সাড়ে ৮টার দিকে পেকুয়া সাবমেরিন নৌ ঘাঁটি সড়কের পেকুয়া বাজারের পশ্চিম পাশে ভোলাইয়াঘোনা চরপাড়া এলাকায় এ সড়ক দুর্ঘটনা ঘটে।
নিহত নাছির উদ্দীন ওই ওয়ার্ডের ভোলাইয়াঘোনা চরপাড়া এলাকার মৃত জাফর আলম ছেলে।
জানা যায়, নিহত নাছির উদ্দীন বাড়ি থেকে বের হয়ে পেকুয়া বাজার যাওয়ার পথে পিছন দিকে পেকুয়া বাজারমুখী ইজিবাইক (টমটম) তাকে জোরে ধাক্কা দিলে মাথায় আঘাতপ্রাপ্ত হয়ে রাস্তায় পড়ে যায়। তখন স্থানীয়রা তাকে আহত অবস্থায় উদ্ধার করে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গিয়ে ভর্তি করান। পরে অবস্থা আশংকাজনক হওয়ায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে প্রেরণ করেন। দিবাগত রাত ১টার দিকে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
মৃত্যুর বিষয় নিশ্চিত করে স্থানীয় ২ নম্বর ওয়ার্ড ইউপি সদস্য সাজ্জাদ হোসেন জানান, রাতে বাড়ি থেকে পেকুয়া বাজারে যাওয়ার পথে ইজিবাইকের (টমটম) ধাক্কায় তিনি আহত হন, পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় রাত ১টার দিকে তিনি মারা যান।
পূর্বকোণ/এমরান/জেইউ