চট্টগ্রামের উপকূলীয় উপজেলা সন্দ্বীপে ব্যবসায়ী শিপন হত্যা মামলার প্রধান আসামি মো. ইউসুফ মিয়া প্রকাশ সাগরকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ও সন্দ্বীপ থানা পুলিশ।
শনিবার (২৮ জুন) সকাল ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এক অভিযানে তাকে চট্টগ্রামের জোরারগঞ্জ থানার দুর্গাপুর ইউনিয়নের বাজারসংলগ্ন একটি চায়ের দোকানের সামনে থেকে গ্রেপ্তার করা হয়।
সাগরের স্বীকারোক্তি অনুযায়ী তার নিজ বসতবাড়ি থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত রক্তমাখা ধারালো দা উদ্ধার করা হয়েছে।
উল্লেখ্য, গত ৩ জুন (মঙ্গলবার) বিকাল ৫টায় সন্দ্বীপ উপজেলার মাইটভাঙ্গা এলাকায় ইমাম উল্যা মাস্টারের বাড়ির উত্তর পাশের পাকা রাস্তায় এ নৃশংস হত্যাকাণ্ড ঘটে। অভিযুক্ত সাগর একই এলাকার ব্যবসায়ী সাইফুদ্দিন শিপনকে প্রকাশ্যে এলোপাতাড়ি কুপিয়ে দুই হাত বিচ্ছিন্ন করে। অতিরিক্ত রক্তক্ষরণে ঘটনাস্থলেই শিপনের মৃত্যু হয়।
এ ঘটনায় নিহতের পরিবার ৮ জনের নাম উল্লেখ করে সন্দ্বীপ থানায় একটি হত্যা মামলা দায়ের করে, যার প্রধান অভিযুক্ত ছিলেন সাগর। ঘটনার পর থেকেই তিনি পলাতক ছিলেন।
সন্দ্বীপ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম শফিকুল আলম চৌধুরী বলেন, হত্যাকাণ্ডের পর থেকেই প্রধান আসামি সাগর গা ঢাকা দিয়েছিল। আমরা প্রযুক্তির সহায়তায় তার অবস্থান শনাক্ত করে সফলভাবে গ্রেপ্তার করেছি। মামলার অন্যান্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
পূর্বকোণ/জেইউ/পারভেজ