ফটিকছড়ি উপজেলার সুয়াবিল ইউনিয়নের সংরক্ষিত বনাঞ্চল থেকে মা-হারা একটি মায়া হরিণের শাবক উদ্ধার করা হয়েছে। আজ রবিবার (২৯ জুন ) সকালে এটি উদ্ধার করা হয়।
স্থানীয় সচেতন তরুণ আব্দুল কুদ্দুছ শোভনছড়ি বন থেকে লোকালয়ে আসা শাবকটি উদ্ধার করে পার্শ্ববর্তী হারুয়ালছড়ি ইউনিয়নের চেয়ারম্যান ইকবাল হোসেন চৌধুরীর সহায়তায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মোজাম্মেল হক চৌধুরীর সাথে যোগাযোগ করেন।
তিনি পরবর্তীতে প্রাথমিক পরিচর্যা শেষে চট্টগ্রাম চিড়িয়াখানার কিউরেটর ডা. শাহাদাত হোসেন শুভর সাথে যোগাযোগ করেন। হরিণ শাবকটি এ মুহূর্তে মা-হারা অবস্থায় প্রাকৃতিক পরিবেশে ছাড়লে জীবন বিপন্ন হওয়ার আশঙ্কা করে কিউরেটর ডা. শুভ চিকিৎসা ও পুনর্বাসনের জন্য চট্টগ্রাম চিড়িয়াখানায় প্রেরণের সিদ্ধান্ত দেন।
ইতোমধ্যে শাবকটি উপজেলা প্রশাসন থেকে চিড়িয়াখানায় হস্তান্তর করা হয়েছে। বন্যপ্রাণী রক্ষায় উপজেলা প্রশাসন সর্বোচ্চ প্রচেষ্টা অব্যাহত রাখবে বলে জানানো হয়।
পূর্বকোণ/মুন্না/জেইউ/পারভেজ