চট্টগ্রাম বৃহষ্পতিবার, ১০ জুলাই, ২০২৫

সর্বশেষ:

কক্সবাজারে অটোরিকশা-বাইক সংঘর্ষে যুবক নিহত, আহত ৫

কক্সবাজারে অটোরিকশা-বাইক সংঘর্ষে যুবক নিহত, আহত ৫

কক্সবাজার প্রতিনিধি

২৯ জুন, ২০২৫ | ২:৫৯ অপরাহ্ণ

কক্সবাজারের মেরিন ড্রাইভ এলাকায় সিএনজি অটোরিকশা ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে পারভেজ মোশাররফ (১৯) নামে এক যুবক নিহত হয়েছেন। এই ঘটনায় আরও অন্তত ৫ জন আহত হয়েছেন।

 

রবিবার (২৯ জুন) সকালে মেরিন ড্রাইভ এলাকার সিনহা চত্বরে এ ঘটনা ঘটে।

 

নিহত পারভেজ মোশাররফ পেকুয়া উপজেলার মগনামা ইউনিয়নের বাসিন্দা আবুল ফয়েজের ছেলে। আহতদের নাম-পরিচয় পাওয়া যায়নি।

 

জানা যায়, সকালে মেরিন ড্রাইভ এলাকার সিনহা চত্বরে সিএনজি অটোরিকশা ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় পারভেজ মোশাররফ নামে এক যুবকসহ ছয়জন আহত হয়। দুর্ঘটনার পরপরই পারভেজ মোশাররফকে হাসপাতালে নেয়া হলে কর্তব্যরতচিকিৎসক মৃত ঘোষণা করেন। তার মরদেহ বর্তমানে কক্সবাজার সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। আহত অন্যদের সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

 

কক্সবাজার ট্র‍্যাফিক পুলিশের অতিরিক্ত অতিরিক্ত পুলিশ সুপার (এসপি) জসিম উদ্দিন চৌধুরী জানান, মেরিন ড্রাইভ এলাকায় সিএনজি অটোরিকশা ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক যুবক নিহত ও ৫ জন আহত হয়েছেন। দুর্ঘটনা এড়াতে হিমছড়ি ও ইনানীতে দুটি বিশেষ পুলিশি চেকপোস্ট বসানো হয়েছে। এসব চেকপোস্টে হেলমেটবিহীন মোটরসাইকেল চালানোসহ যানবাহনের প্রয়োজনীয় কাগজপত্র পরীক্ষা করা হচ্ছে।

তিনি আরও জানান, লাইসেন্সবিহীন রেন্ট-এ-বাইক ভাড়ার বিষয়েও প্রশাসনের বিভিন্ন দপ্তরের সঙ্গে সমন্বয় করে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। চেকপোস্ট স্থাপনসহ নানা উদ্যোগের কারণে পূর্বে দুর্ঘটনা অনেকটাই নিয়ন্ত্রণে ছিল। তবে সাম্প্রতিক এক দুর্ঘটনায় প্রাণহানির ঘটনাটি দুঃখজনক। জেলা পুলিশ দুর্ঘটনা এড়াতে আরও কঠোর পদক্ষেপ নিবে ভবিষ্যতে।

পূর্বকোণ/পিআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট