প্রতারণার জাল বিছিয়ে আনোয়ারায় ওসির নামে দুই দোকান থেকে হাতিয়ে নিয়ে গেছে অর্ধলাখ টাকার পণ্য।
গত বৃহস্পতিবার রাতে আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনির হোসেন পরিচয়ে নামে ফোন আসে বটতলী শাহ আমানত ইলেক্ট্রনিক্সের স্বত্ত্বাধিকারী মো. ইব্রাহিম ও পশ্চিম বৈয়াগ আল-মদিনা ইলেক্ট্রনিক্সের মো. জিয়াউল হকের মুঠোফোনে। ফোনে তাদের দোকান থেকে কিছু ইলেকট্রনিক্স পণ্য কেনার কথা জানান।
পরদিন শুক্রবার লোক পাঠিয়ে ট্রাকে করে দুই দোকান থেকে তুলে নেয় একটি স্মার্ট টিভি, ফ্রিজ ও দুটি সিলিং ফ্যান। পরে সেই নম্বরটি বন্ধ পেলে প্রতারণার বিষয়টি বুঝতে পারেন দোকানদার। শনিবার এ ঘটনায় থানায় লিখিত দুটি অভিযোগ করেছেন ভুক্তভোগী দুই দোকানি।
পশ্চিম বৈয়াগ আল-মদিনা ইলেক্ট্রনিক্সের পরিচালক মো. জিয়াউল হক বলেন, ওসির ছবি সংযুক্ত হোয়াটসএপ নম্বর থেকে কল আসায় সত্যতা যাচাই না করে পাঠানো গাড়িতে মালামালগুলো তুলে দিয়েছি। পরে প্রতারণার শিকার হয়েছি বুঝতে পেরে আইনের আশ্রয় নিয়েছি।
আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন বলেন, আমার নাম ভাঙিয়ে প্রতারণা হয়েছে। ভুক্তভোগী দুই দোকানির অভিযোগ পেয়েছি। এ বিষয়ে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হচ্ছে।
পূর্বকোণ/সুমন/জেইউ/পারভেজ