চট্টগ্রাম বুধবার, ০৯ জুলাই, ২০২৫

সর্বশেষ:

সীতাকুণ্ডের লোকালয়ে মেছো বাঘ, ইকোপার্কে ছেড়ে দিলো গ্রামবাসী
লোকালয়ে ঢুকে পড়া মেছো বাঘ

সীতাকুণ্ডের লোকালয়ে মেছো বাঘ, ইকোপার্কে ছেড়ে দিলো গ্রামবাসী

সীতাকুণ্ড সংবাদদাতা

২৮ জুন, ২০২৫ | ৭:২৭ অপরাহ্ণ

চট্টগ্রামের সীতাকুণ্ডে লোকালয়ে ঢুকে পড়া মেছো বাঘ ধরে ইকোপার্কে ছেড়ে দিলো গ্রামবাসী। শনিবার (২৮ জুন) বিকাল সাড়ে ৪টার দিকে সীতাকুণ্ডের ফকিরহাটে বোটানিক্যাল গার্ডেন ও ইকোপার্কে এটি ছেড়ে দেয়া হয়।

 

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার দুপুর আড়াইটার দিকে উপজেলার বাড়বকুণ্ড ইউনিয়নের রঙ্গিপাড়া গ্রামে যুবদল নেতা লোকমান হোসেন রকিবের বাড়িতে একটি মেছো বাঘ দেখে বাড়ির লোকজন বাঘটিকে ধাওয়া দিলে ভয় পেয়ে সেটি একটি জাম গাছের মগঢালে উঠে যায়। সেখানে এলাকাবাসী ঢিল ছুড়লে বাঘটি ভয় পেয়ে পুকুরে লাফিয়ে পড়ে। পরে বাঘটিকে জাল দিয়ে আটক করে এলাকাবাসী সীতাকুণ্ড ইকোপার্কে নিয়ে যায়। সেখানে পার্কের ভেতরে অবমুক্ত করার প্রস্তুতিকালে বাঘটি জাল ছিঁড়ে লাফিয়ে বনে চলে যায়।

 

বাঘ উদ্ধারকারীদের একজন যুবদল নেতা লোকমান হোসেন রকিব ঘটনার বর্ণনা দিয়ে জানান, তার চার ভাতিজা মাহমুদ, কায়েদ, শাহরিয়ার ও নাঈমসহ এলাকার ছেলেরা বাঘটিকে লোকালয় থেকে উদ্ধার করে ইকোপার্কে নিয়ে গেলে বাঘটি লাফিয়ে জঙ্গলে ঢুকে যায়।

 

সীতাকুণ্ড ইকোপার্কের রেঞ্জার মো. আলাউদ্দিন জানান, বাড়বকুণ্ড থেকে একটি মেছো বাঘ আটক করে এলাকাবাসী ইকোপার্কে নিয়ে এসে ছাড়ার প্রস্তুতিকালে বাঘটি জাল ছিঁড়ে লাফিয়ে পালিয়ে যায়।

 

পূর্বকোণ/সৌমিত্র/জেইউ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট