চট্টগ্রামের পটিয়া পৌরসভার গৌবিন্দারখীল এলাকার একটি ভাড়া বাসা থেকে মামুন নামের (২৯) বয়সী এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (২৮ জুন) সকাল সাড়ে ৮টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত মামুন যশোর জেলার মনিরামপুর থানার চাপা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। তিনি দীর্ঘদিন ধরে গৌবিন্দারখীল এলাকার বজল সওদাগরের বাড়ির ফরিদুল আলমের মালিকানাধীন ভবনের নিচতলায় ভাড়ায় বসবাস করে আসছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে পাশের কক্ষের ভাড়াটিয়ারা দরজা বন্ধ দেখতে পেয়ে সন্দেহজনকভাবে ডাকাডাকি শুরু করেন। সাড়া না পেয়ে পরে পুলিশে খবর দেওয়া হয়। পুলিশ এসে দরজা ভেঙে ভেতরে ঝুলন্ত অবস্থায় মামুনের মরদেহ দেখতে পান এবং তা উদ্ধার করে।
পটিয়া থানা পুলিশ জানিয়েছে, প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে ধারণা করা হলেও বিষয়টি নিয়ে বিস্তারিত তদন্ত চলছে। মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
পূর্বকোণ/এএইচ