চট্টগ্রাম রবিবার, ২০ জুলাই, ২০২৫

সর্বশেষ:

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল জামায়াত নেতার

অনলাইন ডেস্ক

২৮ জুন, ২০২৫ | ১২:২৫ অপরাহ্ণ

চট্টগ্রামের হাটহাজারীতে সড়ক দুর্ঘটনায় জি এম ইলিয়াস (৬০) নামে এক জামায়াত নেতা নিহত হয়েছেন। শুক্রবার (২৭ জুন) রাতে হাটহাজারীর আমান বাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত জি এম ইলিয়াসের বাড়ি ফটিকছড়ির পাইন্দং ইউনিয়নের বেড়াজালী গ্রামে। তিনি সুয়াবিল ইউনিয়ন জামায়াতে ইসলামীর সভাপতি ছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, ইলিয়াস ফটিকছড়িতে একটি দলীয় অনুষ্ঠান শেষে মোটরসাইকেলযোগে চট্টগ্রাম শহরের দিকে যাচ্ছিলেন। পথে হাটহাজারীর আমান বাজার এলাকায় তিনি সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় গভীর রাতে তার মৃত্যু হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন হাটহাজারী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু মাহমুদ কাওসার হোসেন। তিনি বলেন, আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

পূর্বকোণ/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট