আগামীতে আর কোন স্বৈরাচার দেশে ক্ষমতায় আসার সুযোগ নেই বলে জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও চট্টগ্রাম উত্তর জেলা আমির মো. আলা উদ্দিন সিকদার।
শুক্রবার (২৭ জুন) হাটহাজারী পার্বতী উচ্চ বিদ্যালয় অডিটোরিয়ামে বাংলাদেশ জামায়াতে ইসলামী হাটহাজারী উপজেলা উত্তর ও মধ্যম অঞ্চল আয়োজিত ইসলামী ছাত্রশিবিরের সাবেক জনশক্তি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
আলা উদ্দিন সিকদার বলেন, আমরা শিবিরের সাবেক জনশক্তি কিন্তু ইসলামী আন্দোলনের জন্য সাবেক নয় সবসময়ই আন্দোলনের জন্য আমরা বর্তমান। দেশ এবং ইসলামের জন্য যখন আন্দোলনের ডাক আসে ঠিক তখন সে আন্দোলনের সফল করেছে ছাত্রশিবির। শিবির ছিল বলে সমাজে যুব সমাজ সুপথে পরিচালিত হয়ে আসছে। আজকে দেশে যোগ্য নেতৃত্বের অভাব পূরণে এ শিবিরের বিকল্প নেই।
তিনি আরও বলেন, আগামীতে আর কোন স্বৈরাচার দেশে ক্ষমতায় আসার সুযোগ নেই। হিন্দু মহাজোট নেতা গোবিন্দ প্রামানিকের বক্তব্য হিন্দুদের ৭৮% জায়গা দখল করেছে আওয়ামী লীগ। জামায়াতে ইসলামী ক্ষমতায় আসলে অমুসলিমরা সবচেয়ে নিরাপদে থাকবে।
তিনি আরও বলেন, আজকে দেশে অপরাজনীতির কারণে গত দশ মাসে দেড় শতাধিক নাগরিক হত্যার শিকার হয়েছে। এ অপরাজনীতি থেকে জাতিকে বাঁচাতে হবে। দেশের সকল মানুষের নিরাপত্তা ও অধিকার প্রতিষ্ঠার জন্য বাংলাদেশ জামায়াতে ইসলামী এখন এদেশে মুক্তির সংগঠন।
সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন আদর্শ শিক্ষক ফেডারেশন চট্টগ্রাম উত্তর জেলা সভাপতি ও জামায়াতের উত্তর জেলা শুরা ও কর্মপরিষদ সদস্য অধ্যক্ষ মো. নুরনবী, হাটহাজারী উপজেলা জামায়াতের আমির ও চট্টগ্রাম-৫ হাটহাজারী ও বায়েজিদ (আংশিক) আসনে জামায়াত মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার সিরাজুল ইসলাম, ইসলামী ছাত্রশিবির চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সভাপতি মোহাম্মদ ইব্রাহিম ও উপজেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক আব্দুল মালেক চৌধুরী।
উপজেলা নায়েবে আমির অধ্যাপক শোয়াইব চৌধুরীর সভাপতিত্বে ও উপজেলা জামায়াতের এসিস্ট্যান্ট সেক্রেটারি মো. মিজানুর রহমানের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন সাবেক ছাত্রনেতা হাটহাজারী পৌরসভা জামায়াতের আমির মাস্টার মাহমুদুল করিম, শিবিরের সাবেক উপজেলা সভাপতি বিশিষ্ট ব্যাংকার চট্টগ্রাম মহানগর নেতা শাহজাহান মনির, সবেক ছাত্রনেতা উপজেলা জামায়াতের শুরা ও কর্মপরিষদ সদস্য সাংবাদিক আবুল বাশার, শ্রমিক কল্যাণ ফেডারেশনের উপজেলা সভাপতি সাবেক ছাত্রনেতা এসএম রাশেদ, সাবেক ছাত্রনেতা জামায়াতের প্রবাসী সংগঠক মো. বশির উদ্দিন, সাবেক ছাত্রনেতা চট্টগ্রাম দায়রা জজ আদালতের এপিপি এডভোকেট শাহাদাত হোসেন, সাবেক ছাত্রনেতা আসলাম মোরশেদ, হাটহাজারী সরকারী কলেজ শিবিরের সাবেক সভাপতি খোরশেদুল আলম সবুজ, সাবেক ছাত্রনেতা বিশিষ্ট ব্যাংকার মো. বকতিয়ার হোসেন, বিশিষ্ট ব্যাংকার আ ন ম নাসির উদ্দীন, আহসান উদ্দীন খোকান, শিবিরের উপজেলা উত্তর সভাপতি মিনহাজুল ইসলাম প্রমুখ।
বিশেষ অতিথির বক্তব্যে অধ্যক্ষ নুরনবী বলেন, খামেনী ইরানের সাবেক জেনারেলদের যুদ্ধে অংশগ্রহণ করানোর কারণে ইরান যুদ্ধে বিজয়ী হয়েছে। বাংলাদেশের বুকে ইসলামী ছাত্রশিবিরের সাবেকেরা ঐক্যবদ্ধভাবে জামায়াতের সাথে অংশগ্রহণ করলে আগামী নির্বাচনী যুদ্ধে জামায়াতের বিজয় কেউ ঠেকাতে পারবে না। সকল অপরাজনীতি থেকে দেশকে মুক্ত করতে আসুন জামায়াতের হাতকে শক্তিশালী করি।
পূর্বকোণ/জেইউ/পারভেজ