চট্টগ্রাম শুক্রবার, ১১ জুলাই, ২০২৫

সর্বশেষ:

কুতুবদিয়ার জনবসতিপূর্ণ এলাকায় গ্যাস সিলিন্ডার মজুদ, জরিমানা

কুতুবদিয়া সংবাদদাতা

২৬ জুন, ২০২৫ | ৯:৪০ অপরাহ্ণ

কক্সবাজারের কুতুবদিয়ায় জনবসতিপূর্ণ এলাকায় অবৈধভাবে গ্যাস সিলিন্ডার মজুদ রাখার দায়ে ২৫ হাজার টাকা জরিমানা গুনলেন মো. এরফান নামের এক ব্যক্তি। আজ বৃহস্পতিবার (২৬ জুন) সন্ধ্যায় দক্ষিণ ধুরুং নয়া পাড়ায় ভ্রাম্যমাণ আদালতের বিশেষ অভিযানে এ জরিমানা আদায় করা হয়।

এ সময় কুতুবদিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)  মোহাম্মদ আরমান হোসেনসহ পুলিশের একটি টিম উপস্থিত ছিলেন।

অভিযানে নেতৃত্ব প্রদানকারী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাদাত হোসেন বিষয়টি নিশ্চিত করে পূর্বকোণকে জানায়, কোনো প্রকার অনুমোদন ছাড়াই বাজারে পাইকারি বিক্রির লক্ষ্যে আবাসিক এলাকায় অবৈধভাবে বেশ কিছু গ্যাসের সিলিন্ডার মজুূদ রাখেন এরফান। প্রাথমিকভাবে অপরাধ স্বীকার করায় তাকে সংশ্লিষ্ট আইনের ধারায় ২৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

উল্লেখ্য, গত মাসখানেক পূর্বে বা (২৬-মে) ওই ব্যক্তির অনুমোদনহীন এলপি গ্যাস সিলিন্ডার গুদামে ‘ ক্রস ফিলিং’ করার সময় ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে ২’ শত গ্যাস সিলিন্ডারসহ গুদামের পাশে থাকা প্রায় কোটি টাকার ইলিশ মাছের জাল পুড়ে যায়।

পূর্বকোণ/আরআর/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট