চট্টগ্রাম শুক্রবার, ১১ জুলাই, ২০২৫

সর্বশেষ:

উখিয়ায় পা ধুতে গিয়ে পুকুরে পড়ে প্রাণ হারাল শিশু

উখিয়া সংবাদদাতা

২৬ জুন, ২০২৫ | ৭:৪৪ অপরাহ্ণ

কক্সবাজারের উখিয়ার রত্নাপালং ইউনিয়নের থিমছড়ি এলাকায় পুকুরে ডুবে হালিমাতুস সাদিয়া (৬) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (২৬ জুন) সকাল সাড়ে ৬টার দিকে এই ঘটনা ঘটে।

নিহত হালিমাতুস সাদিয়া রত্নাপালং ইউনিয়নের থিমছড়ি এলাকার ২ নম্বর ওয়ার্ডের  মোহাম্মদ কালুর একমাত্র মেয়ে।

স্থানীয়রা জানান, বাড়ির পাশের পুকুরে পা ধোয়ার সময় সাদিয়া পা পিছলে পড়ে যায়। অনেক খোঁজাখুঁজির পর পরিবারের লোকজন তাকে পুকুর থেকে অচেতন অবস্থায় উদ্ধার করে। পরে তাকে দ্রুত চিকিৎসকের কাছে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

একইদিন দুপুর ২টায় থিমছড়ি ফকির মিয়াজি জামে মসজিদের মাঠে নামাজে জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। 

পূর্বকোণ/মানিক/আরআর/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট