চট্টগ্রাম শুক্রবার, ১৮ জুলাই, ২০২৫

সর্বশেষ:

চট্টগ্রামে চাকরি থেকে ফেরার পথে বাসচাপায় বাইক চালক নিহত

হাটহাজারী সংবাদদাতা

২৬ জুন, ২০২৫ | ৭:১২ অপরাহ্ণ

অক্সিজেন-হাটহাজারী সড়কে বাসের ধাক্কায় মো. সিরাজুল ইসলাম (৫৫) নামের এক বাইক চালক নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (২৬ জুন) বিকালে উপজেলার ফতেয়াবাদের বালুরটাল নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। এতে গুরুতর আহত আরও একজনকে চমেক হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিহত সিরাজুল ইসলাম ফটিকছড়ি উপজেলার ভুজপুর থানার মাওলানা জালাল উদ্দীনের বাড়ির মৃত মনির হোসেনের ছেলে।

স্থানীয়রা জানান, চাকরি শেষে হাটহাজারী পৌরসভার মুন্সি মসজিদ এলাকার ভাড়া বাসায় ফেরার পথে ফতেয়াবাদের বালুরটাল এলাকায় পেছন থেকে সিরাজুল ইসলামের বাইককে বাস চাপা দিলে বাইকটি দুমড়ে-মুচড়ে যায়। এতে গুরুতর আহত হন সিরাজুল ইসলাম। পরে আশেপাশের লোকজন তাকে উদ্ধার করে হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক ডা. সাবরিনা মৃত ঘোষণা করেন।

পূর্বকোণ/খোরশেদ/আরআর/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট